Posts

এভাবেও ফিরে আসা যায়

1 min read

নাটক : এভাবেও ফিরে আসা যায়

মাঝে মাঝে নিজেদেরও মনে হয় জীবন আর ভালো লাগে না। জীবনের কি উদ্দেশ্য আছে যে বেঁচে থাকতে হবে? পৃথিবী থেকে চলে গেলেই বরং ভালো। এমনই একটি গল্প 'এভাবেও ফিরে আসা যায়'। আশিকুর রহমান'র পরিচালিত নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন কাজী হাসিবুল আলম। এক রাতের গল্প এক বৃদ্ধ মৃত্যুকে আলিঙ্গন করার পথ খুঁজছেন। কিন্তু বৃদ্ধ জানতেন না এই পার্কেই আছে তার নতুন করে বাঁচার একটি পথ। এক এক করে ৪ জন আলাদা মানুষের সাথে বৃদ্ধের পরিচয়। ৫ জনে মিলে পুরো রাত নিজেদের কথা বলেন নিজেদের বেঁচে থাকার উদ্দেশ্য গুলো একে অপরের সাথে বিনিময় করেন। একটি গানও শুনেন সবাই সানির কণ্ঠে। এরপর যা হয় সেটা গল্পটাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে।
নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। প্রত্যেকেই যথেষ্ট ন্যাচারাল অভিনয় করেছেন।
নাটকটি দেখা যাচ্ছে Club11 Entertainment ইউটিউব চ্যানেলে। ইচ্ছে হলে অবসর সময়ে দেখে ফেলতে পারেন।

Rate this article

You may like these posts

  • তুফান কেমন সিনেমা ?- তুফান কমার্শিয়ালি ওয়েল ডিজাইনড সিনেমা। দর্শক যা যা পছন্দ করবে তার সবকিছুই রাফি ও তার টিম এখানে দিয়েছে: বিশাল ক্যানভাস, বিগ অ্যারেঞ্জমেন্টের গান, সেট, কস্টিউ…
  •  I am going to share What is the premium license of IDM (Internet Download Manager) ? Any type of mood, can be used without a hack । Hopefully almost everyone who uses Windows…
  • Struggle of a girl from being a nobody to being a film star. Tanjin Tisha, Abu Hurayra Tanvir, Sentu, Tiger Robi in lead role.There were references from old bangla cinema which was…
  • Tithidorপরিচালক যখন ভিকি জাহেদ তখন মনে হতেই পারে,এটা হয়তো কোন খুন,কোন সাইকোলজিকাল থ্রিলার কিংবা কোন মিস্টিরিয়াস কোন ইস্যু নিয়ে নির্মিত নাটক।তবে,তিথিডোর তেমন কোন নাটক না।তিথিডোরে যে…
  • নাটক : এভাবেও ফিরে আসা যায়মাঝে মাঝে নিজেদেরও মনে হয় জীবন আর ভালো লাগে না। জীবনের কি উদ্দেশ্য আছে যে বেঁচে থাকতে হবে? পৃথিবী থেকে চলে গেলেই বরং ভালো। এমনই একটি গল্প 'এভাবেও ফিরে আসা…
  • how are you all Hope everyone is wellToday I bring to you how App Not Installed! Solve the problem very easily. [Note: Modding System Change happens when the app is updated, so don…

Post a Comment